কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূণ্য লাইনের নিকট হতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ১৪৭/৩-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরির সময় সন্দেহ হলে মো. ফিরোজ আহম্মেদ সাদ্দাম (৩৩) নামে এক যুবককে আটক করে পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল। সাদ্দাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের মির্জানগর গ্রামের মোঃ তোফাজ্জেল শেখের ছেলে। পরবর্তীতে আটকৃত বাংলাদেশী নাগরিক মানসিক ভারসম্যহীন হওয়ার কারণে তার চিকিৎসার স্বার্থে পরিবারের নিকট হস্তান্তের সিদ্ধান্ত গ্রহন করে বিজিবি। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের জনগনের নিরাপত্তা নিশ্চিতসহ সকল প্রকার মানবিক কার্যক্রমে বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। এ ঘটনা তার প্রতিফলন।


