কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১১অক্টোবর) দুপুরে উপজেলার আমলা ও হালসা বাজারে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রফেসর ড. সাইফুল ইসলাম এ লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন।
এ সময়ে প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কোন রাজনৈতিক কর্মসূচি নয়, এটা একটি ন্যায়ভিত্তিক, গণতন্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দিকনির্দেশনা। তারেক রহমান এই রূপরেখার মাধ্যমে জনগণের মালিকানা পুণঃপ্রতিষ্ঠার রোডম্যাপ দিয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে।
এ সময়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোকারমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আলম দুলাল, মোকারমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী বিশ্বাস, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


