কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের ত্রিমহোনী এলাকায় এই নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর।
ইউনিয়ন আমীর শেখ আব্দুলওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিরপুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুকুল প্রমুখ।


