কুষ্টিয়া অফিস
অনলাইন নিউজ পোর্টাল মোরনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক কুদরতে খোদা সবুজের বাবা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা শফিউল্লাহ শেখ (৭৬) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
তাঁর এমন মৃত্যুতে শোক জানিয়েছেন কুষ্টিয়ার কুমারখালি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এক বিজ্ঞপ্তিতে সাংবাদিক নেতৃবৃন্দ জানান, কুদরতে খোদা সবুজের পিতা শফিউল্লাহ শেখ গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তাঁরা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করা এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক সইবার তাওফিক দানের জন্য দোয়া করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার সময় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাজার নামাজের ইমামতি করেন সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আজগর আলী। এসময় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম শফিউল্লাহ শেখ বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাষ্টার ছিলেন। তিনি ২০০৬ সালে অবসরে যান। শফিউল্লাহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
মরহুম শফিউল্লাহ শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মৃত খেদের আলী শেখের ছেলে।


