বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
Homeআন্তর্জাতিকজাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আনা প্রস্তাব পাস হয়েছে।
শুক্রবার (১২ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক ভোটাভুটিতে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে আনা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে। বিশ্বের ১৪২টি সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ইসরায়েল এই ভোটাভুটিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। খবর আল জাজিরার।

“নিউ ইয়র্ক ঘোষণা” নামে পরিচিত এই প্রস্তাবে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র নীতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে হামাসকে বাদ রেখে একটি সমাধান খোঁজার কথা বলা হয়েছে এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ এইচ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দ্ব্যর্থহীন সমর্থনের প্রমাণ।’

অন্যদিকে, জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেন, ‘যে প্রস্তাবে সন্ত্রাসীদের নিন্দা না করে তাদের পুরস্কৃত করা হয়, তা কেবল লজ্জাজনকই নয়, এটি শান্তি প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে।’ যুক্তরাষ্ট্রসহ মোট ১০টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments