কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে ৪৮ পদের পিঠা উৎসবে মেতে উঠেছিল কোমলমতি শিশুরা। বৃহস্পতিবার (১৭নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কোরআন একাডেমির চত্বরে এই পিঠাপুলির আয়োজন করা হয়।
পিঠা উৎসবের আগে স্কুলটির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহ আক্তার মামুন।
মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কোরআন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিরপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান, মিরপুর মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. আল আমিন, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু প্রমুখ।


