বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
Homeআন্তর্জাতিকনেপালে বিক্ষোভে নিহত বেড়ে ৩৪, আহত ১৩৬৮

নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ৩৪, আহত ১৩৬৮

আন্তর্জাতিক ডেস্ক
নেপালে চলমান সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এই বিক্ষোভে আরও এক হাজার ৩৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়। খবর আনাদুলুর।

মন্ত্রণালয়ের মুখপাত্র ড. প্রকাশ বুধাথোকি বলেন, আহতদের মধ্যে ৯৪৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হতাহতের তথ্য সংগ্রহ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর থেকেই নেপালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ‘জেনারেন জেড’ নামে পরিচিত তরুণ বিক্ষোভকারীরা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করলে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দেশটির নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে ও নেপালি সৈন্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে বাগমতি প্রদেশের রামেছাপ জেলায় একটি কারাগার ভাঙার চেষ্টা বানচাল করতে সেনাবাহিনীর গুলিতে অন্তত দুইজন নিহত হন।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও কোনো বন্দি পালাতে পারেনি।

নেপাল প্রেসের তথ্য অনুযায়ী, বিক্ষোভের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ১৪ হাজার ৩০৭ জন বন্দি পালিয়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments