বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
Homeদেশজুড়েকুষ্টিয়ায় ইনোভেশন মডেল স্কুলের উদ্বোধন

কুষ্টিয়ায় ইনোভেশন মডেল স্কুলের উদ্বোধন

কুষ্টিয়া অফিস

কুষ্টিয়ার মিরপুরে ‘প্রাইভেট ও কোচিং মুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনোভেশন মডেল স্কুল’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মিরপুর উপজেলার আমলা বাজারের পুর্বপার্শ্বে স্থানীয় সানি ভিলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

​আমলা সরকারি কলেজের অধ্যক্ষ আ.জ.ম. মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন শিক্ষাধারার উদ্বোধন করেন।

মিরপুর ইংরেজি ভার্সন স্কুলের (মেভস) অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম, স্থানীয় কুশাবাড়ি চড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. ফিরোজ মাহমুদ, ট্রাভেলার্স ফ্যাশনের স্বত্বাধিকারী সোজাউদ্দিন খাঁন এবং ইউপি সদস্য আশরাফুল হক আশা প্রমুখ।

বক্তারা বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়তে এই স্কুলটি এলাকায় উদাহরণ হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইনোভেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম আল মাজী প্রতিষ্ঠানের বিশেষত্ব তুলে ধরে বলেন, “আমরা কেবল চিরাচরিত পুঁথিগত বিদ্যা নয়, বরং মানসম্মত শিক্ষার সাথে আধুনিক প্রযুক্তির কার্যকর সমন্বয় ঘটিয়েছি। বর্তমান যুগের চাহিদাকে মাথায় রেখে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ‘ইংলিশ স্পোকেন’ ক্লাসের ব্যবস্থা রেখেছি, যাতে তারা আন্তর্জাতিক ভাষায় দক্ষ হয়ে গড়ে ওঠে।”

​তিনি আরও জানান, শ্রেণিকক্ষেই পাঠ্যবইয়ের সম্পূর্ণ পাঠদান সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের আলাদা কোনো প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হবে না, যা অভিভাবকদের আর্থিক ও মানসিক দুশ্চিন্তা লাঘব করবে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে একে এসএসসি পর্যন্ত পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সাইফুল্লাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments