বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
Homeজাতীয়খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি

মোরনিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে দলটি। এ সাতদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার (৩০ ডিম্বের) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির সব কার্যালয়ে শোক বই খোলা হবে। এই শোক বইয়ে শোক ও সমবেদনা জানানো যাবে।

রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে। তিনি বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়, নয়াপল্টনের দলের প্রধান কার্যালয়সহ সব জেলা-উপজেলায় শোক উপলক্ষে দোয়া ও কোরআন খতম কর্মসূচি পালন করা হবে।

আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত‍্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments