বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
No menu items!
Homeদেশজুড়েকুষ্টিয়ায় বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৬০জন শিশু শিক্ষার্থী

কুষ্টিয়ায় বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৬০জন শিশু শিক্ষার্থী

কুষ্টিয়া অফিস

কুষ্টিয়ার মিরপুরে বেসরকারি উদ্যগে শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মেভস স্টাইপেন্ড একাডেমির আয়োজনে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে বেলা ১টা পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 

বৃত্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক অধ্যাপক শাহ আক্তার মামুন, মিরপুর মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান প্রমুখ। 

মেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মজিবুল হক বলেন, অদম্য মেধাবীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে প্রতিবারের মতো এ বছর নেভস স্টাইপেন্ড একাডেমি বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে মিরপুর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা করি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments