কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
এসময় কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতে এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে কোন দুষ্কৃতকারী বাংলাদেশ ত্যাগ করে বের হতে পারবে না।


