কুষ্টিয়া অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুর এর নেতৃত্বে গণ মিছিল করেছে সংগঠনটি।
বুধবার (১০ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর হযরত ওমর ফারুক ইয়াতিখানা থেকে গণ মিছিলটি শুরু হয়। এরপর মিরপুর জিয়া সড়ক হয়ে নওয়াপাড়া বাজার, মিরপুর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাংস্কৃতিক ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, সেক্রেটারি মো. মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহফুজুর রহমান প্রমুখ।


